Hooghly

Mar 19 2023, 17:00

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 19.03.2023.


AITC leader Alhaz SK Mehebub Rahman interacts with the officials of Saora Gram Panchayat, Goghat-I Block at Hooghly.

Hooghly

Mar 18 2023, 16:27

একযোগে হুগলির বিভিন্ন জায়গায় শান্তনুর বিভিন্ন সম্পত্তি খোঁজে হানা দেন ইডির আধিকারিকরা


উত্তর ২৪ পরগনা: শনিবার সকালে একযোগে হুগলির বিভিন্ন জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সম্পত্তি তাদের এই হানা। ইড়ির একটি টিম এদিন সকালে হানা দেয় বলাঘরের চাঁদরা এলাকায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গেস্ট হাউসে তালা ভেঙে ভেতরে ঢোকেন তারা। গেস্ট হাউসের ভিতরের বিভিন্ন জায়গার ছবিও তোলেন তারা। বেশ কিছুক্ষণ পর এখান থেকে বেরিয়ে শান্তনুর সহযোগী সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ নিলয় মালিক যিনি শান্তনুর গাড়ির মালিক ছিলেন এবং এক পঞ্চায়েত সদস্য বিশ্বরূপ প্রামাণিককে এখানে নিয়ে আসা হয় ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ চলতে থাকে তাদেরকে। অপরদিকে ঈদ এর আরেকটি টিম হুগলির নিবেদিতা পার্কে শান্তনুর স্ত্রীর নামে কেনা বাড়িতে যান। তালা ভেঙে বেশ কিছুক্ষণ

সেখানেও তল্লাশি চালান তারা। ইডির অপর একটি টিম চুঁচুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিলাস বহুল ফ্ল্যাটেও হানা দেন। যদিও অত্যাধুনিক তালা ভেঙে ভেতরে ঢুকতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়। ডেকে আনা হয় এক চাবি নির্মাতাকেও। একই সঙ্গে এদিন এই ফ্ল্যাটের প্রোমোটার অয়ন শীলের বাড়িতেও হানা দেন তারা।যদিও তিনি বাড়িতে ছিলেন না।

এদিকে এতদিন অন্তরালে থাকার পর আজই প্রথম মিডিয়ার সামনে আসেন শান্তনুর স্ত্রী প্রিয়াংকা ব্যানার্জি। গত কয়েকদিন ধরে শান্তনুর গ্রেপ্তারের পর যে প্রচার হচ্ছে তা মিথ্যা বলেও দাবি করেন তিনি। বলাগড় সহ হুগলি জেলার বিভিন্ন প্রান্তে তার নামে বিপুল সম্পত্তির যে হদিস মিলেছে তাও স্বীকার করেন তিনি। তবে এই সম্পত্তি কেনার জন্য টাকা কোথা থেকে এলো তা শুধুমাত্র শান্তনু জানেন বলে দাবি করেন প্রিয়াঙ্কা।

Hooghly

Mar 18 2023, 14:36

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 18.03.2023.


AITC leader Becharam Manna poses for a picture with the children of an ICDS centre in Bora Gram Panchayat, Singur Block at Hooghly.

Hooghly

Mar 16 2023, 13:17

সিসিটিভি ভেঙে আশ্রমে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির হরিপালের চন্ডীনগরে


হুগলি:সিসিটিভি ভেঙে আশ্রমে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি হুগলির হরিপাল থানার চক চন্ডীনগর শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রমে। গত কাল গভীর রাতে প্রনামি বাক্স ভেঙে প্রায় ১৫ হাজার টাকা নগদ সহ মা সারদার সোনার গহনা চুরি করে চম্পট দেয় দুস্কৃতি দল।

আজ আশ্রমের পূজারী এসে দেখেন আশ্রম লন্ডভন্ড হয়ে আছে।এর পরই আশ্রমের সদস্যদের খবর দেন তিনি।

মন্দির কর্তৃপক্ষের অভিযোগ গত কাল গভীর রাতে মন্দিরের জানলা ভেঙে মন্দিরে প্রবেশ করে একটি দুষ্কৃতী দল।প্রথমে সিসিটিভি সহ কম্পিউটার ভাঙচুর করে দুষ্কৃতীরা পাশপাশি আশ্রমের বেশ কয়েকটি ঘরে থাকা আলমারি ভাঙচুর করে।পরে আশ্রমের প্রনামি বাক্স ভেঙে নগদ টাকা এবং মা সারদার গায়ে থাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। ঘটনার তদন্ত শুরু করছে হরিপাল থানা পুলিশ।

Hooghly

Mar 16 2023, 13:15

পড়তে গিয়ে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী


হুগলি:পড়তে গিয়ে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।দুশ্চিন্তায় পরিবার।প্রথম পরীক্ষা ভালোভাবেই দিয়েছিল মেয়েটি। গতকাল পরীক্ষা না থাকায় গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল হিন্দমোটর যতীন্দ্রমোহন সরণীর বাসিন্দা অনিতা কুমারী পাশোয়ান।ছাত্রীর বাবা গৃহশিক্ষকের কাছে গিয়ে জানতে পারেন পড়তে যায়নি মেয়ে।

ভদ্রকালি সারদামনি গার্লস স্কুলের ছাত্রী অনিতা কুমারী পাশোয়ান। ছাত্রীর বাবা পবন পাশওয়ান বলেন,সাড়ে দশটায় পড়তে যায়। দুপুর আড়াইটা নাগাদ মেয়ের সঙ্গে কথা হয় মোবাইলে। সে বলে একটু পরেই বাড়ি ফিরবে। তার কিছুক্ষন পরে মোবাইলটি বন্ধ হয়ে যায়। চারিদিকে খোঁজ খবর করার পর উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ জানানো হয়।

বাবার মতে মেয়ে পথঘাট খুব একটা চেনে না।আমি ওকে দিয়ে আসতাম পড়তে বা স্কুলে।কোথায় গেল বুঝতে পারছি না। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন,ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে। আমরা দেখছি। মোবাইল লোকেশান ট্রাক করেও খোঁজ করা হচ্ছে।

Hooghly

Mar 15 2023, 17:22

বিদ্যুৎ দপ্তরেরও চাকরি খোয়ালেন ধৃত তৃণমূল হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়


হুগলি: বলাগড় সোমড়াবাজার কড়োলা মোরে WBSEDCL এর দপ্তরে চাকরি করতেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়।

২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তারকেশ্বর থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়ে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ হন। শিক্ষক দূর্নীতি মালমায় শান্তনু গ্রেফতার হওয়ার পর গতকাল ই তৃণমূল কংগ্রেস থেকে তাকে বরখাস্ত করা হয়। আজ তাকে সাসপেন্ড করা হয়েছে তার চাকরি থেকেও।

তার চাকরিস্থল এর সহকর্মীদের মতে কড়োলায় বিদ্যুৎ দপ্তরে প্রথম প্রথম নিয়মিত আসতেন শান্তনু। ২০১৪ সালে হুগলি জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি হন। তারপর থেকেই তার চালচলন বদলে যায়। স্করপিও গাড়িতে চেপে অফিসে আসতেন। সঙ্গে সব সময় থাকত চার পাঁচজন নিরাপত্তা রক্ষী।

স্থানীয়রা জানান মাসে এক আধ দিন আসেন অফিসে মিনিট দশেক থেকে বেরিয়ে যেতেন।শান্তুনুর উত্থান চোখে লাগত তার পরিচিতদের।

বিদ্যুৎ দপ্তরের পাশে বাড়ি বাবলু সিংহ জানান শান্তনুকে তারা বলেছিলেন বেশি বার বেড়োনা। তাতে তিনি কর্নপাত করেননি, দূর্নীতির সঙ্গে যুক্ত শান্তনু এটা জানার পর খারাপ লেগেছে। তবে এই দূর্নীতির টাকা উপরতলা পর্যন্ত গেছে বলে মনে করেন তারা। শান্তনু একা নয় বলাগরে এমন অনেক নেতার হঠাৎ উন্নতি চোখে লাগে।

Hooghly

Mar 14 2023, 17:49

ভাইরাল ভিডিও, থানার সামনে মহিলারা জুতো পেটা করছে এক আইনজীবীকে


হুগলি:থানার সামনে মহিলারা জুতো পেটা করছে এক আইনজীবীকে! ভিডিও ভাইরাল।চুঁচুড়া আদালতের আইনজীবী মলয় মজুমদারকে দুজন মহিলা জুতো পেটা করছেন চুঁচুড়া থানার সামনে এমন একটি ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে আইনজীবী মহলে।মলয় মজুমদার চুঁচুড়া আদালতের আইনজীবি।তাকে কেন মারধর করা হল!

আইনজীবীর বাড়িতে ভারাটে এক মহিলার অভিযোগ তার সঙ্গে দুর্ব্যবহার করেন, কু প্রস্তাব দেন আইনজীবীর অপর এক ভারাটে। বিষয়টি আইনজীবিকে জানালে তিনি মিটিয়ে দেবেন বলে আস্বস্ত করেন। কিন্তু দিনের পর দিন একই ঘটনা চলতেই থাকে।ভাড়াটে মহিলার অভিযোগ তাকে মারধোর, তার দোকানে ঢুকে হুমকি দেওয়া হয়। গত দু বছর ধরে মেয়েকে নিয়ে ভাড়া রয়েছেন তিনি। দিনের পর দিন হেনস্তার শিকার হয়ে পুলিশে অভিযোগ জানানো চেষ্টা করেন তিনি।

এই ঘটনায় কোনো অভিযোগ পুলিশে করতে গিয়ে লাভ হবে না বলে ওই আইনজীবী মহিলাকে জানিয়ে দেয়। দুই ভাড়াটের বিবাদ মিটিয়ে দেওয়া কথা বলেও তা করেননি বলেও অভিযোগ। উল্টে অভিযুক্ত ভাড়াটের পক্ষ নিয়ে আইনজীবী হুমকিও দেন।

এর পর মহিলা থানায় অভিযোগ করতে গেলে থানার সামনে আইনজীবীকে দেখে তাদের মধ্যে বচসা শুরু হয়ে যায় । ভাড়াটে মহিলা ও তার মা জুতো দিয়ে মারতে থাকেন ওই আইনজীবিকে।

আইনজীবী মলয় মজুমদারের দাবী, তিনি ওই মহিলার কাছে গান শেখেন। দুজন ভাড়াটের মধ্যে ঝগড়া ছিল তিনি সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অভিযোগ মিথ্যা। মহিলার মানসিক সমস্যা আছে বলেও দাবী তার।

ঘটনার পর চুঁচুড়া থানায় আজ মহিলা একটি অভিযোগ দায়ের করেছেন।পুলিশ জানিয়েছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Hooghly

Mar 14 2023, 16:02

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 14.03.2023.


AITC leader Prabir Chandra interacts with the officials of a college in Tarakeswar Municipality at Hooghly.

Hooghly

Mar 13 2023, 16:23

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 13.03.2023.


AITC leader Samir Bhandari poses for a picture with the teachers of a school in Arambagh Municipality. Bhandari went to the school, as part of Didir Suraksha Kawach campaign at Hooghly.

Hooghly

Mar 12 2023, 16:29

চুক্তির কি হবে তা নিয়ে ধন্দে বসু পরিবার


হুগলি: হুগলীর চূঁচুড়া র ১৩ নম্বর ওয়ার্ড এর বাবুগঞ্জ জগন্নাথ ঘাটে র কাছে সঞ্জয় বসু দের সাড়ে চারকাঠা জমি, সেই জমি তে প্রোমোটিং করার জন্য ৭০ লক্ষ টাকার বিনিময়ে চুক্তি হয় শান্তনুর ছেলের নামের কোম্পানি ইভান কনস্ট্রাকশন এর।

২০২১ সালে এই চুক্তি সম্পন্ন করেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জ্জী। অগ্রিম বাবদ ১৫ লক্ষ টাকাও দেওয়া হয় সঞ্জয় বসু ও তাদের পরিবার কে। যদিও তার পর আর সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। এখন সেই চুক্তি র কি হবে তা নিয়ে ধন্দে বসু পরিবার।